শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভারতের শতাধিক সরকারি ও সামরিক ওয়েবসাইট হ্যাকড: পাল্টা আক্রমণে সাইবার ফ্রন্টেও সক্রিয় পাকিস্তান

আজবেলা ডেস্ক | ১০ মে ২০২৫, শনিবারচলমান ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এবার সাইবার যুদ্ধের নতুন রূপ দেখা যাচ্ছে। পাকিস্তানের পাল্টা আক্রমণের ধারাবাহিকতায় ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ।পিটিভির প্রতিবেদনে জানানো হয়, হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে:

  • ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিসিয়াল ওয়েবসাইটসীমান্তরক্ষী বাহিনী (BSF)ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সিমহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডভারত আর্থ মুভার্স লিমিটেডঅল ইন্ডিয়া নাভাল টেকনিক্যাল সুপারভাইজরি স্টাফ অ্যাসোসিয়েশনহিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (আধার)

  • পিটিভি আরও জানায়, ভারতীয় বিমান বাহিনী ও মহারাষ্ট্র নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে।এই ঘটনায় শুধু ওয়েবসাইট নয়, ভারতের অভ্যন্তরে দুই হাজার পাঁচশ’র বেশি নজরদারি ক্যামেরাও হ্যাক করা হয়েছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ চেকপোস্ট ও নির্বাচন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসিটিভি নেটওয়ার্ক।সাইবার বিশ্লেষকরা বলছেন, এটি একেবারেই সুসংগঠিত এবং কৌশলগত সাইবার আক্রমণ। ভারতের তথ্য নিরাপত্তা ও ডিজিটাল নেটওয়ার্কের দুর্বলতা এ ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে।পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে এ হ্যাকিংয়ের দায় স্বীকার করেনি, তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হওয়ায় এটিকে রাষ্ট্রীয় অনুমোদিত পাল্টা পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

    এই সাইবার আক্রমণ গোটা উপমহাদেশে ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন আতঙ্ক তৈরি করেছে, বিশেষ করে চলমান সামরিক উত্তেজনার সঙ্গে এই সাইবার হামলা এক নতুন মাত্রা যুক্ত করেছে।


    এই বিভাগের আরও খবর

    আরও পড়ুন