শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সেমিফাইনালের আশায় শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে মাঠে বাংলাদেশ নারী দল

নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগ নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের ষষ্ঠ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেমিফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিগার সুলতানাদের সামনে।

অন্যদিকে এখনো জয়ের দেখা না পাওয়া শ্রীলঙ্কা চাইছে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে। দুই দলই তাই আজ মরিয়া লড়াইয়ে নামছে—একপক্ষ বাঁচাতে চায় সেমির আশা, অন্যপক্ষ খুঁজছে আত্মসম্মানের জয়।

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা চার ম্যাচে হারে থেমে গেছে জয়ের ধারা। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ।

তবে এখনো সেমিফাইনালের দরজা পুরোপুরি বন্ধ হয়নি। শেষ দুই ম্যাচে জয় পেলে এবং ভারত ও নিউজিল্যান্ডের মতো প্রতিদ্বন্দ্বী দলগুলো হারলে সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে পারবে নিগার সুলতানার দল। আজকের ম্যাচ তাই বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ লড়াই।

অধিনায়কের আত্মবিশ্বাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন,

“আমরা শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। শুরুটা ভালো হলেও বড় জুটি গড়তে পারিনি। আমাদের ব্যাটারদের আরও ধারাবাহিক হতে হবে এবং পাওয়ার প্লেতে সুযোগ কাজে লাগাতে হবে।”

জ্যোতি আরও যোগ করেন,

“আমরা ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামব। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া কোনো পথ নেই।”

প্রতিপক্ষের অবস্থা

চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা এখন পর্যন্ত কোনো জয় পায়নি। পাঁচ ম্যাচে তিনটি হেরেছে এবং দুটি পরিত্যক্ত হয়েছে। ফলে তাদের সংগ্রহও দুই পয়েন্ট। আজ জয় পেলে টুর্নামেন্টে টিকে থাকার ক্ষীণ আশা জাগবে লংকানদেরও।

পরিসংখ্যান ও সম্ভাবনা

ওয়ানডেতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে দুটি ম্যাচে, আর একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে টাইগ্রেসদের মনোবল কিছুটা এগিয়ে রয়েছে।

বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আক্তার।

বিশ্লেষণ

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বোলিং ইউনিট টুর্নামেন্টে বেশ কার্যকর হলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকায় জয়ের ম্যাচগুলো হাতছাড়া হয়েছে। তাই আজ ব্যাটাররা দায়িত্ব নিলে এবং প্রথম ২০ ওভার ভালোভাবে কাটিয়ে উঠতে পারলে জয় পাওয়া সম্ভব।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন