বুধবার, ৮ অক্টোবর ২০২৫

বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫-এর শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ বাস্কেটবল দল।

বৃহস্পতিবার বিকাল ৫টায় মিরপুর-১০ এর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ও বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি জনাব কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা। এ সময় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫-এ অংশ নেওয়া উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম, ধুমকেতু বাস্কেটবল টিম, বকশীবাজার বাস্কেটবল টিম এবং জোসেফাইট বাস্কেটবল টিম।

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ বাস্কেটবল দল এর আগে ২য় বিভাগ জাতীয় বাস্কেটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন