শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটার খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। শনিবার তিনি কোয়াব সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাইলট। কোয়াবের সাম্প্রতিক নির্বাচনে তিনি নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনি নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়ী হন খালেদ মাসুদ। নতুন দায়িত্ব গ্রহণের পর কোয়াবের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি লেখেন,

“কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। তবে বিসিবি পরিচালকের পদে দায়িত্ব পাওয়ার পর দুই সংস্থার স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে আমি অবিলম্বে কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করছি।”

খালেদ মাসুদ বাংলাদেশের জাতীয় দলের অন্যতম সফল উইকেটকিপার হিসেবে পরিচিত। তিনি দেশের হয়ে ৪৪ টেস্টে ১,৪০৯ রান এবং ১২৬ ওয়ানডেতে ১,৮১৮ রান করেন। মাঠে ঠান্ডা মাথার নেতৃত্ব আর কৌশলগত দৃষ্টিভঙ্গির জন্য ক্রিকেটপ্রেমীদের কাছে ‘পাইলট’ নামেই বেশি পরিচিত এই সাবেক অধিনায়ক দীর্ঘদিন ধরে দেশীয় ক্রিকেটের বিভিন্ন সংগঠনে পরামর্শক ও সংগঠক হিসেবে যুক্ত আছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন