বুধবার, ৮ অক্টোবর ২০২৫

দারুস সালামে গণপিটুনিতে দুইজনের মৃত্যু, মাদক বিরোধকে কেন্দ্র করে ঘটনার আশঙ্কা

রাজধানীর দারুস সালাম এলাকায় গণপিটুনির ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ১টার দিকে দারুস সালামের আহমদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির-উল-হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন