বুধবার, ৮ অক্টোবর ২০২৫

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের পাশে ঢাকা মহানগর উত্তর বিএনপি: নতুন বাজারে স্যালাইন ও পানিবিতরণ

ঢাকা | ১৯ মে ২০২৫

চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত নগরজীবনে এক প্রশান্তির উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোমবার (১৯ মে) ১১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার মোড়ে পিপাসার্ত পথচারী ও দরিদ্র মানুষের মাঝে স্যালাইন ও ঠাণ্ডা খাবার পানি বিতরণ করে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক ব্যতিক্রমী জনসেবামূলক আয়োজন সম্পন্ন হয়।

জনসাধারণের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া

সকাল থেকে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা পথচারীরা এই উদ্যোগে বেশ আনন্দিত প্রতিক্রিয়া জানায়। রিকশাচালক মো. সোলাইমান বলেন, “সারা দিন রোদে রিকশা চালাই, পানি কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। এই স্যালাইন আর পানি আমাদের মতো গরিবদের অনেক উপকারে আসে।”

এক গার্মেন্টস শ্রমিক রাবেয়া আক্তার বলেন, “এমন দিনে কেউ পাশে দাঁড়ালে বুঝি এখনো ভালো মানুষ আছে। এই পানি খেয়ে কিছুটা আরাম পেলাম।”

আয়োজকের বক্তব্য

এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবীর বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আজকে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে যদি কিছু মানুষের মুখে হাসি ফোটে, তাহলেই আমাদের সার্থকতা।”

কেন্দ্রীয় নেতৃত্বের প্রশংসা ও অঙ্গীকার

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজি মোঃ রেজওয়ানুল হোসেন রিয়াজ। তিনি বলেন, “এই গরমে সাধারণ মানুষ কতটা কষ্টে আছে, সেটা উপলব্ধি করেই আমরা মাঠে নেমেছি। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে—নিজ নিজ এলাকায় এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে।”

এসময় ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামীম পারভেজ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্যালাইন ও পানির বোতল বিতরণে অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন