শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

১৮ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করে ছাত্রদের প্রস্তুতির ওপর: ড. মঈন খান

“যদি ছাত্ররা তাদের কাঁধে তুলে নেওয়া কঠিন দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ হবে ১৮ কোটি মানুষ, ব্যর্থ হবে বাংলাদেশ”—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বৃত্তি প্রদান ও আলোচনা সভায়।

বুধবার সন্ধ্যায় মহানগরীর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা দেশ পরিচালনা করেছি, আমাদের কিছু চাওয়ার নেই। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যাকে দেবে দায়িত্ব, সেই দেশ চালাবে। আর ছাত্রদের হাতে যখন দায়িত্ব আসবে, তখন তারাও দেশ চালাবে। এজন্য এখন থেকেই তাদের সঠিক প্রস্তুতি নিতে হবে।”

তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, “এই দেশটি তোমাদের, আমাদের সময় প্রায় শেষ। আজকের ভুল ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনতে পারে। যারা নতুন প্রজন্ম, তারা আগামী দিনে বাংলাদেশ পরিচালনার গুরু দায়িত্ব পাবে—এই বোধ তোমাদের মধ্যে থাকতে হবে।”

ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরে ড. মঈন খান বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে সংগ্রাম হয়েছে, তাতে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুলাইয়ের ছাত্র আন্দোলন একটি বিপ্লবী পরিবর্তন এনেছিল। এই অর্জন তোমাদের গর্ব, সেটাকে ধরে রাখতে হবে। হেলায় হারানো যাবে না।”

তিনি আরও বলেন, “লেখাপড়াকে তপস্যার মতো ভাবতে হবে। শিক্ষা ছাড়া দেশ পরিচালনার যোগ্যতা অর্জন সম্ভব নয়। দেশের নেতৃত্ব দিতে হলে আবার ক্লাসে ফিরে যেতে হবে, নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনুস তালুকদার রাজু। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন, বিশিষ্ট সংগঠক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে সালমান হোসেন, সাবরিন আলম, ফাহমিদা আক্তার, মোহনা আক্তার, রেহেনামু বিনতে হোসেন, মারিয়া আক্তার, উসরাত প্রিয়তমা, জেরিন রহমান, সামিয়া ইসলাম, মনিকা আক্তার, আফসানা ইসলাম, নুরে জান্নাত আঁখি, জান্নাত আক্তার, ইশানি গো, অরপিতা চৌধুরী, সিলভিয়া জামান, মাহফুজা আক্তার, আফরোজা ইসলাম ও রাইসাতুল অর্পা সহ অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন