শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগের তৎপরতায় রপ্তানি কার্গো থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেট–৮ এ নিয়মিত তল্লাশির সময় এ ট্যাবলেটগুলো শনাক্ত হয়।

বিমানবন্দরের নিরাপত্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মী, বিমান বাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত এভসেক ইউনিট দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।

এভসেক জানায়—ডাক বিভাগের মাধ্যমে বিদেশে পাঠানোর জন্য রপ্তানি কার্গো হিসেবে জমা দেওয়া একটি প্যাকেটে স্ক্রিনিংয়ের সময় সন্দেহজনক বস্তু শনাক্ত হয়। পরে প্যাকেটটি খুলে দেখা যায়, এতে কমলা রঙের ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট রাখা ছিল। মাদকগুলো ফ্রান্সের প্যারিসগামী পার্সেলে বুক করা হয়েছিল।

ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে তাঁদের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

বেবিচক কর্তৃপক্ষ বলেছে, স্ক্রিনিং–এ নিয়োজিত এভসেক সদস্যদের সতর্কতা, দক্ষতা এবং দায়িত্বশীল তৎপরতার ফলে মাদক চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন