শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচির পোস্ট অফিসিয়াল গ্রুপে শেয়ার করাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী শিক্ষক দ্বারা হুমকির মুখে পড়েছেন—এমন অভিযোগে তুমুল সমালোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ডাকা আন্দোলনের পোস্ট বিভাগীয় অফিসিয়াল গ্রুপে শেয়ার করেন। অভিযোগ রয়েছে, বিষয়টি ভালোভাবে নেননি ওই বিভাগের শিক্ষক অধ্যাপক জহুরুল হক। তিনি পোস্ট দেওয়া নিয়ে শিক্ষার্থীর ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং উক্ত পোস্টে ‘লাভ রিয়্যাক্ট’ দেওয়া শিক্ষার্থীদের নামও নোট করে রাখার কথা বলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকের মন্তব্যটি ছিল প্রকাশ্য হুমকি, যা পরে দ্রুতই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা লিখছেন—অফিসিয়াল গ্রুপে অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে আলোচনা করার অধিকার তাঁদের রয়েছে; সেখানে একজন শিক্ষকের এমন আচরণ অগ্রহণযোগ্য।

ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের বড় একটি অংশ এই আচরণের নিন্দা জানিয়ে পোস্ট করছেন এবং দাবি তুলছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন