শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাসকাল গ্রোটেনহুইস

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাসকাল গ্রোটেনহুইস আজ সোমবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। তিনি আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেদারল্যান্ডস দূতাবাসের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

ঢাকায় পৌঁছে গ্রোটেনহুইস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, এবং সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে—

  • বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি
  • আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি
  • বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলা
  • পানি ব্যবস্থাপনা সহযোগিতা
  • বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের অগ্রগতি

নিউইয়র্কে পূর্ববর্তী বৈঠক

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং গ্রোটেনহুইসের দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে গণতন্ত্র, বাণিজ্য–বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

উভয়পক্ষই দীর্ঘস্থায়ী, গণতান্ত্রিক ও বহুপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাহায্য–মডেল থেকে বাণিজ্য–বিনিয়োগ অংশীদারত্বে উন্নয়ন

বাংলাদেশ–নেদারল্যান্ডস সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭২ সাল থেকে নেদারল্যান্ডস বাংলাদেশকে উন্নয়ন সহায়তা দিচ্ছে—বিশেষত পানি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং SRHR খাতে।

কিন্তু বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের দ্বারপ্রান্তে থাকায় এখন দুই দেশের সম্পর্ক দ্রুতই সাহায্যভিত্তিক সহযোগিতা থেকে বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক কৌশলগত অংশীদারত্বে রূপ নিচ্ছে।

ডাচ সরকারের বিবেচনায় বাংলাদেশের বাজারে—

  • সহজ বাজার–প্রবেশাধিকার
  • ব্যবসাবান্ধব পরিবেশ
  • বাণিজ্য–বিনিয়োগের সম্ভাবনা
    তাদের আগ্রহ বাড়াচ্ছে।

ডাচ উপমন্ত্রীর এই সফরকে দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন