শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মিরপুরে তিন দিনব্যাপী ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ার ২০২৫’ নভেম্বরেই

রাজধানীর মিরপুরে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী “মিরপুর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ার ২০২৫”। আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলার আয়োজক মিরপুর রিয়েল এস্টেট ফোরাম, যা মিরপুরভিত্তিক রিয়েল এস্টেট ডেভেলপার ও লিংকেজ ইন্ডাস্ট্রিগুলোর মালিকদের সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছে।

বিশেষ সাধারণ সভায় মেলার অনুমোদন

সম্প্রতি আয়োজক ফোরামের এক বিশেষ সাধারণ সভায় মেলাটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শহীদুল ইসলাম নিপু, আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম হাসান।

সভায় মিরপুর ডিওএইচএস, পল্লবী ও বৃহত্তর মিরপুর এলাকার শতাধিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ও লিংকেজ ব্যবসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের আগ্রহ ও প্রতিশ্রুতি

সভায় বক্তারা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এধরনের মেলা শুধু আবাসন খাতকেই নয়, বরং মিরপুরের সার্বিক ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনাকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উপস্থিত সব প্রতিষ্ঠান প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

মেলার প্রস্তুতি ও কমিটি গঠন

মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি স্টল বুকিং, প্রচারণা, নিরাপত্তা, লজিস্টিকস, অতিথি অভ্যর্থনা ও মিডিয়া ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে দায়িত্ব পালন করবে।

আয়োজকদের প্রত্যাশা

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে মিরপুর এলাকার আবাসন খাতের সুনাম বৃদ্ধি পাবে এবং ক্রেতা, জমির মালিক ও ডেভেলপারদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

মিরপুরবাসীর জন্য এটি হতে যাচ্ছে প্রথম বৃহৎ আবাসন ও হাউজিং প্রদর্শনী, যেখানে অংশ নেবে শতাধিক রিয়েল এস্টেট কোম্পানি, নির্মাণ উপকরণ প্রতিষ্ঠান, ব্যাংক ও হোম লোন সেবা প্রদানকারী সংস্থা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন