শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস

৫ আগস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।

আজ দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া এই অনুষ্ঠানটি বিটিভি সরাসরি সম্প্রচার করবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

‘জুলাই ঘোষণাপত্র’ হচ্ছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত অন্তর্বর্তী সরকারের একটি ঐতিহাসিক দলিল। এটি বিএনপি, গণফ্রন্ট, জাতীয় ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ ও মতামত নিয়ে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন শাসনের রূপরেখা, সাংবিধানিক সংস্কার, মানবাধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের নীতিনির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারি সূত্র জানায়, এই ঘোষণাপত্রের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং আগামী সাধারণ নির্বাচনের রূপরেখা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরা হবে।

জুলাই ঘোষণাপত্রকে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামো’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এতে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ করণীয় ও নীতিগত অবস্থান নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐকমত্যের ভিত্তিতে এটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি হতে যাচ্ছে গণ-অভ্যুত্থানোত্তর সময়ের অন্যতম দিকনির্দেশনামূলক ভাষণ, যা নতুন রাজনৈতিক বাস্তবতার পথরেখা নির্ধারণে সহায়ক হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন