রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

“সরকার ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছে” — মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কথিত ‘সংস্কার কর্মসূচির’ আড়ালে পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, “সরকার প্রতিমুহূর্তে সংস্কারের কথা বলছে। কিন্তু ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। এ কথাগুলো সঠিক নয়। আমরা সর্বক্ষণ সহযোগিতা করছি, সবাইকে নিয়েই চলতে চাই।”

সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে যুবদলের “গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচির” অংশ হিসেবে আয়োজিত গ্রাফিতি আর্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসিনার বিচারের প্রশ্ন তোলেন ফখরুল

গণঅভ্যুত্থান মাসের বর্ষপূর্তিতে মির্জা ফখরুল বলেন, “এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচারের কোনো অগ্রগতি দেখতে পেলাম না। কেন দেখছি না? গত বছরের জুলাইয়ের ঘটনা থেকে একটি বছর পার হয়ে গেছে, অথচ বিচার তো দূরে থাক, কাজ শুরুই হয়নি।”

‘ভুলে গেলে আবার পেছনে পড়ব’

তিনি সতর্ক করে বলেন, “আমরা এমন কিছু নিয়ে বিতর্ক করছি, যেগুলো আমাদের আবারও পিছিয়ে দিতে পারে। এগুলো ফ্যাসিস্টদের শক্তি জোগাবে, তাদের নতুন করে সুযোগ করে দেবে। এখন সময় ঐক্যবদ্ধ থাকার, নিজেদের ভেতরের বিভাজন দূর করার।”

ডিবি হেফাজতে নিপীড়নের অভিযোগ

ডিবি হেফাজতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি। বলেন, “ডিবি অফিসে আমাদের নেতাদের হাত ভাঙা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, ঝুলিয়ে পেটানো হয়েছে। কিন্তু এসব ছবি কোথাও আসে না। গণমাধ্যম যেন সত্যকে সাহসের সঙ্গে প্রকাশ করে। সাদাকে সাদা, কালোকে কালো বলুক।”

মির্জা ফখরুল দাবি করেন, “গত জুলাইয়ে যুবদলের ৭৯ জন এবং ছাত্রদলের ১৪২ জন কর্মী শহীদ হয়েছেন। অথচ তাদের কথা কেউ বলে না।”

‘পুরো জাতি রাস্তায় নেমেছিল’

তিনি বলেন, “গত বছরের জুলাইয়ে রাস্তায় শুধু রাজনৈতিক দল ছিল না, পাঁচ বছরের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ—সবার অবস্থান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে।”

খালেদা জিয়াকে নিয়ে ‘নীরবতা’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে দেশের গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের নিরবতা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন ফখরুল। বলেন, “একজন সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলো, অথচ এখন আর কেউ সে কথা বলে না। তিনি গণতন্ত্রের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছেন—তাকে নিয়ে কথা বলুন, তার অবদান স্বীকার করুন।”

উল্লেখ্য, যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও যুগ্ম সম্পাদকদের উপস্থিতিতে এই কর্মসূচি উদ্বোধন করেন মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সরকারের অবসান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন