শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নড়াইলে ইলিয়াস শেখ হত্যা মামলার পলাতক আসামী আরিফ শেখ @ জিয়ন (২০) কে গ্রেফতার করলো পিবিআই, যশোর

নড়াইল সদর থানাধীন চন্ডিপুর সাকিনের ইলিয়াস শেখ দীর্ঘদিন যাবৎ বিদেশে থেকে অনুমান ০৪ বছর পূর্বে বাংলাদেশে এসে গরুর খামার এবং কৃষি কাজ করছিল। স্থানীয়ভাবে সামাজিক দ্বন্দ ও কোন্দোলকে কেন্দ্র করে গত ইং ২০/০৭/২০২৪ খ্রিঃ দিবাগত রাত্র অনুমান ০৯:৩০ ঘটিকার সময় ইলিয়াছ শেখ বাধাল গ্রাম থেকে মটর সাইকেলযোগে নিজ বাড়িতে আসার পথে এজাহারনামীয় আসামী রাবেনের বাড়ির লাগা উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর পৌঁছানো মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অত্র মামলার এজাহারনামীয় আসামীরা মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইলিয়াছ শেখের গতিরোধ করে ঘিরে ফেলে। একপর্যায়ে এজাহারনামীয় আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ইলিয়াছ শেখের হাত, পা, পেট, কপাল, হাটুর জয়েন্ট ও পায়ের পাতাসহ বিভিন্নস্থানে কোপাইয়া মারাত্মক হাড় ও শিরাকাটা রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। ইলিয়াছ শেখের পরিবারের সদস্যরা ভিকটিমের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নড়াইল সদর থানার মামলা নং-২৭, তারিখ-২৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। মামলাটি তদন্তশেষে নড়াইল সদর থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করলে অত্র মামলার বাদী বিজ্ঞ আদালতে নারাজীর আবেদন করেন। বাদীর নারাজীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই, যশোর জেলা উক্ত মামলার তদন্তভার গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত আসামী মোঃ মিনারুল মোল্লা (২১), পিতা-জাকির মোল্যাকে গত ২৭/০৩/২০২৫ খ্রিঃ গ্রেফতারপূবÑক বিজ্ঞ আদালতে সোপর্দ করলে মিনারুল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামী মোঃ আরিফ শেখ @ জিয়ন (২০) অত্র হত্যাকান্ডের ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। তদন্তকালে পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্বে), বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) শরীফ এনামুল হক সঙ্গীয় অফিসারসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল কর্তৃক আসামী মোঃ আরিফ শেখ @ জিয়ন (২০), পিং-মোঃ জহির শেখ, সাং-চন্ডিবরপুর, থানা-নড়াইল, জেলা-নড়াইলকে গত ০৬/০৫/২০২৫ খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকার সময় ‘ভুঁইয়ান গার্ডেন’ বাড়ী নং-৭৬, পশ্চিম মনিপুর, ওয়াল্টন গলি, ষাট ফিট, মিরপুর-২, ঢাকা আসামীর মায়ের ভাড়া বাসার তিন তলা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মর্মে স্বীকার করে। আসামী মোঃ আরিফ শেখ @ জিয়ন (২০), পিং-মোঃ জহির শেখকে অদ্য ০৭/০৫/২০২৫ খ্রিঃ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নাড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন