শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কেরানীগঞ্জ মডেল থানা কর্তৃক র‍্যাবের পোষাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকিসহ ০৫ জন ডাকাত গ্রেফতার

গত ০৬/০৫/২০২৫ খ্রিঃ ১৮.৪৫ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর তুলসিখালী ব্রিজ এর পূর্ব মাথায় পাকা রাস্তার উপর একটি সাদা রংয়ের হায়েস গাড়ি যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৯-৩৬৮৩ ব্যবহার করে র্যা ব পরিচয়ে একদল ডাকাত নবকলী পরিবহন বাস থামিয়ে উক্ত নবকলী গাড়িতে উঠে ১। সুমন সরকার (৪০), পিতা-অমূল্য সরকার, মাতা-রেখা রানী সরকার, সাং-টিকিরপুর, ইউপি-আগলা, থানা-নবাবগঞ্জ, ঢাকা ও ২। অন্তর পাল ওরফে পার্থ (২৩), পিতা-ভারত পাল, মাতা-অনিতা রানী পাল, সাং-উত্তর চোকিঘাটা, ইউপি-বারহা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাদের আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে র্যা ব পরিচয়ে ১ নং ও ২ নং ভিকটিমকে বাস হইতে নামিয়ে ১ নং ভিকটিমের নিকট হতে নগদ ৬,০০০/-(ছয় হাজার) টাকা ছিনিয়া নেয় এবং ২ নং ভিকটিম কৌশলে তার নিকট থাকা ব্যাগ ভর্তি টাকা নিয়া রাস্তার পাশে পুকুরে ঝাপ দিয়া পালিয়ে যায়। ১ নং ভিকটিমের নিকট হতে টাকা ছিনাইয়া নিয়া ডাকাতি সংঘঠন করিয়া ডাকাতদলসহ হায়েস গাড়িটি রুহিতপুর রামেরকান্দা তিনরাস্তা মোড়ের দিকে চলে যায় । উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম রুহিতপুর রামেরকান্দা তিনরাস্তার মোড় চেকপোষ্ট বসিয়ে চেক করাকালিন জনসাধারনের সহায়তায় গাড়িটি থামিয়ে ০৫(পাঁচ) জন ডাকাত ১। রুবেল (৫০), পিতা-জয়নাল, মাতা-মমতাজ, সাং-বাটাজোর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, ২। আরিফ (৩৫), পিতা- মৃত নান্নু, মাতা-মুর্শিদা, সাং-শ্যামলিপাড়া, থানা- উল্লাহপাড়া, জেলা-সিরাজগঞ্জ, ৩। শরিফুল ইসলাম (৪২), পিতা-মৃত আব্দুল শুকুর, মাতা-সাজেদা খাতুন, সাং-চর আঙ্গারু, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ৪। উৎপল দেবনাথ (৩৮), পিতা-অজিত দেবনাথ, মাতা-বানিবালা দেবি, সাং-শাহাবাজপুর, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা ও ৫। দুলু মিয়া (৩৯), পিতা-ইছাক, মাতা-রহিমা সাং-অষ্টগ্রাম, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জদের গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে ০১ টি হায়েস মাইক্রো গাড়ি, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-চ-১৯-৩৬৮৩, ০২ টি ওয়াকিটকি, ০২ টি র্যা বের কালো জ্যাকেট, ০১ টি হ্যান্ডকাপ, ০১ টি লেজার লাইট, ০১ টি ইলেক্ট্রিক সকমেশিন, ০১ টি লোহার বাটন লাঠি, ০৫ টি চাকু, ০১ টি রশি, ০২ টি গাড়ির ভূয়া নাম্বার প্লেট উদ্ধার করেন। উক্ত ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার মামলা নম্বর-১১, তারিখ-০৭/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করা হয়। প্রকাশ থাকে যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন