শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার

গত ২২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

সীতাকুন্ড মডেল থানাধীন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বন্দর টু বায়েজিদগামী লিংক রোডে অবস্থিত মেসার্স বেঙ্গল ব্রিকস ইন্ডাস্ট্রি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো:

১) নুর মোহাম্মদ ওরফে মানিক (পিতা- মো. ইউনুস, মাতা- মৃত লায়লা বেগম, সাং- চরকলমী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী),

২) আরিফ হোসেন (পিতা- আব্দুল মান্নান, সাং- ফুলতলা, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম),

৩) মো. রবিউল হোসেন (পিতা- মঞ্জুর আলম, সাং- মদনহাট, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম)।

তাদের হেফাজত হতে একটি বড় কাটার, দুইটি রামদা, দুইটি লোহার পাইপ এবং একটি স্ক্রু ড্রাইভারসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার ও জব্দ করা হয়।

এ সময় আরও ১২-১৩ জন সহযোগী আসামি উপস্থিত ছিল, যারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুতবেগে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দলবদ্ধভাবে সীতাকুন্ড মডেল থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল।

উক্ত ঘটনায় সীতাকুন্ড মডেল থানায় মামলা নম্বর ২২, তারিখ ২৩/৬/২০২৫ খ্রি. ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন