শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

জুলাই মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করার আশা: আলী রীয়াজ

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐকমত্য ভিত্তিক ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে এ মন্তব্য করেন তিনি।

আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ— আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব।”

তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “সব বিষয়ে একমত হওয়া না গেলেও রাষ্ট্র ও জনগণের স্বার্থে খানিক ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলেই এটি বড় অর্জন হবে।”

কমিশনের এদিনের বৈঠকে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিলেও জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়নি।

আলোচনায় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন পদ্ধতি, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব, এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া।

এছাড়া দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠন (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) বিষয়ে নীতিগত আলোচনা হয়।

কমিশন সূত্র জানিয়েছে, আগামী ১৭, ১৮ এবং ১৯ জুন—টানা তিনদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হবে।

আলী রীয়াজ বলেন, “সব বিষয়ের নিষ্পত্তি নাও হতে পারে, কিন্তু আমরা চাই যতদূর সম্ভব ঐকমত্যে পৌঁছাতে। আশা করছি, প্রক্রিয়া অব্যাহত থাকলে অভিষ্ট লক্ষ্য অর্জন সম্ভব।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন