শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বাবার হাতে খুন হল ছেলেঃ হাজারীবাগে পারিবারিক কলহের জেরে রক্তাক্ত রাত

ঢাকা, ১৫ জুন ২০২৫

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার ধারাল অস্ত্রের আঘাতে খুন হয়েছে এক কিশোর। নিহতের নাম রাহাবুল ইসলাম রাসেল (১৬)। সে স্থানীয় একটি হোটেলে কাজ করত।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক।

নিহত রাসেলের মামা হুমায়ুন কবির জানান, ঘটনার পর ঘাতক বাবা জুয়েল রানা নিজেই ফোন করে জানান যে তিনি তার ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিতে বলেন। পরে স্থানীয় বাসিন্দারা রাসেলকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

রাসেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। তিন ভাইয়ের মধ্যে রাসেল ছিল মেঝ। তার বড় ভাই পশু চিকিৎসক এবং ছোট ভাই মাদ্রাসা ছাত্র—দুজনেই গ্রামে থাকেন। রাসেল এবং তার বাবা জুয়েল রানা হাজারীবাগের ঝাউচরে ভাড়া থাকতেন, আর মা শাহনাজ জর্ডানে প্রবাসী।

পারিবারিক সূত্র জানায়, মা শাহনাজ ছেলে রাসেলকে বিদেশে নিতে চাইছিলেন। কিন্তু জুয়েল রানা নিজেই বিদেশে যেতে চেয়ে এতে বাধা দিচ্ছিলেন। তাকে না নিলে তিনি সংসার ছাড়বেন, অন্য বিয়ে করবেন—এমন হুমকিও দিতেন। দীর্ঘদিনের এই পারিবারিক কলহ থেকেই ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করছে পরিবার।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। অভিযুক্ত পিতা জুয়েল রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন