শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

রাউজানে অস্ত্র ও গুলিসহ দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজান থানা পুলিশের একটি অভিযানিক টিম ১২ জুন ২০২৫ তারিখ রাত ৯টা ৩০ মিনিটে রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ১ রাউন্ড গুলিসহ দুইজন আসামিকে গ্রেফতার করে।

অভিযানটি পরিচালনা করেন রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো. নিজাম উদ্দিন দেওয়ান। তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) সাইফুল আলম, ইনচার্জ, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প এবং সঙ্গীয় ফোর্স রাতভর চলমান ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হন।

বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পিছনে ডোবার পাশে অবস্থান করছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:

১। মো. পারভেজ

  • পিতা: মৃত মো. হেলাল
  • মাতা: রেখা বেগম
  • সাং: মীরধারপাড়া, মন্ডল বাড়ি, ৭নং ওয়ার্ড, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন
  • থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম

২। মো. সাকিব

  • পিতা: নুরুল আলম
  • মাতা: রিনু আক্তার
  • সাং: ধুম/গোরাছা ফকিরপাড়া, ৭নং ওয়ার্ড, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন
  • থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম

তল্লাশির সময় মো. পারভেজের কোমরে রক্ষিত অবস্থায় “MADE IN U.S.A” লেখা ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল এবং মো. সাকিবের পকেট থেকে লোড অবস্থায় একটি ম্যাগজিনসহ ৭.৬৫ ক্যালিবারের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসব আলামত জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এসআই (নিঃ) সাইফুল আলম বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা নং: ৯, তারিখ: ১৩/০৬/২০২৫, ধারা: অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯A/১৯(f)


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন