শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ঈদ উপলক্ষে বিএনপির প্রেস ব্রিফিং: আইনশৃঙ্খলা, সীমান্ত ও শ্রমিক বেতন ইস্যুতে ক্ষোভ প্রকাশ রিজভীর

৬ জুন ২০২৫

ঈদুল আযহা উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এবারের ঈদ “ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে” পালিত হচ্ছে, যেখানে জনগণ দীর্ঘদিন পর গুম, খুন ও ভয়ের আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি পেয়েছে। তিনি বলেন, “ছাত্র-জনতার মিলিত শক্তির কাছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে করুণ ও অপমানজনকভাবে।”

রিজভী বলেন, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আইনের শাসন এবং ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে এখনও নানা সংকট রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ঈদের মৌসুমেও যানজট ও অতিরিক্ত ভাড়া ভোগান্তিকে তীব্রতর করেছে। “রাজধানী ছাড়ার পর অনেক গাড়িকে ৫ থেকে ১০ ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে,” বলেন রিজভী। একইসাথে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও ফ্যাসিস্ট আমলের অনুপ্রবেশকারী গোষ্ঠীর প্রভাব এখনো বিদ্যমান বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি নেতা বলেন, দেশে ক্রমাগত ছিনতাই, ডাকাতি ও অপহরণ বেড়েই চলেছে। “গত আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধ সংগঠিত হয়েছে,” দাবি করেন তিনি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতির উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, “মানুষ এখন বলছে, আগে গায়েবী মামলা হতো, এখন গায়েবী আসামি হচ্ছে!”

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, গত মে মাসে সীমান্তে ৬ জন বাংলাদেশি হত্যার ঘটনা ঘটেছে, এবং প্রতিনিয়ত ভারতীয় নাগরিকদের “পুশ-ইন” করা হচ্ছে। রিজভীর ভাষায়, “ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা পদক্ষেপ নিচ্ছে।” তিনি বলেন, “ভারতের আচরণ প্রতিবেশীসুলভ নয়; এটি আগ্রাসী।”

তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা, ল্যান্ডপোর্টে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া, এবং জেলেদের হয়রানি এই আগ্রাসী নীতিরই বহিঃপ্রকাশ। বর্তমান সরকার এসব বিষয়ে কোনো জোরালো অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী।

শ্রমিকদের ঈদের বোনাস প্রসঙ্গে তিনি বলেন, “ঈদের ঠিক আগ মুহূর্তেও বহু কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়নি। স্বল্প আয়ের শ্রমিকরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন।” তিনি এ বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।

রিজভী তাঁর বক্তব্যের শেষে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন