শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

৫০,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সফল অভিযান

কক্সবাজার, ০৪ জুন ২০২৫ খ্রি.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ায় পরিচালিত এক অভিযানে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) জনাব মোহাম্মদ বদরুদ্দিন এর দিকনির্দেশনায় এবং কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রাম এবং টেকনাফ বিশেষ জোন কার্যালয়ের সমন্বয়ে একটি টিম অংশগ্রহণ করে।

গতকাল (৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে প্রায় ৮ ঘণ্টাব্যাপী এই অভিযানে সমুদ্র উপকূল পেরিয়ে পাহাড়ি অঞ্চল পর্যন্ত তল্লাশি চালিয়ে ভোর ৪টায় মোঃ হানিফ (৪৮) নামের এক ব্যক্তিকে তার চার কক্ষ বিশিষ্ট বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় বাগঘোনা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি এবং ইয়াবা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

অভিযানে উদ্ধারকৃত আলামত:

  • ইয়াবা ট্যাবলেট: ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস
  • একটি মোবাইল সেট

আসামির পরিচয়:

  • নাম: মোঃ হানিফ (৪৮)
  • পিতা: মৃত হাকিম আলী
  • ঠিকানা: নোয়াখালীপাড়া, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার

সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, আটক হানিফ দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং নোয়াখালীপাড়াস্থ একাধিক ট্রলারে ইয়াবা পাচারের নেতৃত্ব দিচ্ছেন। এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে টেকনাফ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন