শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

৯৯৯ নম্বরে ফোন, ঢাকার ভাটারা থেকে অপহৃত শ্রমিক উদ্ধার

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত এক পোশাক শ্রমিককে উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কলের ভিত্তিতে ৩১ মে শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, রাকিব নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জের ভুলতা থেকে ৯৯৯ নম্বরে কল করে জানান, তিনি এনজেড ফ্যাব্রিক্স নামক একটি গার্মেন্টসে কাজ করেন। তার এক সহকর্মী, মনির (৩৫), বগুড়ার ধুনট উপজেলার বগঝোলাগাঁও গ্রামের বাসিন্দা, সাভার হেমায়েতপুরে একটি কারখানা ভিজিট করতে গিয়ে অপহরণকারীদের কবলে পড়েন।

রাকিব আরও জানান, অপহরণকারীরা মনিরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং পরে মনির নিজে রাকিবকে ফোন করে বলেন, তিনি চরম বিপদের মধ্যে আছেন ও তাকে দ্রুত ২০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলেন। তিনি জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাসায় তাকে আটকে রাখা হয়েছে।

৯৯৯-এর কনস্টেবল মোঃ সাজিদুল ইসলাম কলটি গ্রহণ করে দ্রুত ঢাকার ভাটারা থানাকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটারা থানা পুলিশ মনিরের অবস্থান সনাক্ত করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অপহৃত মনিরকে আহত অবস্থায় উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে ভাটারা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো বিপদে জনগণ যেন দেরি না করে ৯৯৯-এ যোগাযোগ করে, এতে দ্রুততম সময়ে সাহায্য নিশ্চিত করা সম্ভব হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন