শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের সংস্কার কার্যক্রমে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

৩০ মে ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমের প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুক্রবার সকালে টোকিওতে নিজ কার্যালয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সমর্থনের কথা জানান তিনি।

বাসস সূত্রে জানা যায়, বৈঠকে দুই দেশের সরকারপ্রধান স্বাধীনতা-পরবর্তী সময় থেকে চলে আসা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার অঙ্গীকার করেন। তারা “ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (FOIP)” অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে যৌথ দৃষ্টিভঙ্গির বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রসঙ্গেও আলোচনা হয়। উভয় নেতা জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুপাক্ষিক কাঠামোর প্রতি তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক আলোচনা শেষে প্রকাশিত জাপান-বাংলাদেশ যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গভীর ও খোলামেলা আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস জাপানের অর্থনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (MIDIS) ও বঙ্গোপসাগরীয় শিল্প বৃদ্ধি বেল্ট (BIG-B) উদ্যোগের আওতাধীন প্রকল্পগুলোকে বাংলাদেশের টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে অভিহিত করেন।

এছাড়া উভয় দেশ অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা জোরদারে উন্নয়ন নীতি ঋণের জন্য নোট বিনিময় এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে ঋণচুক্তিকে স্বাগত জানায়।

বাংলাদেশে জাপানি বিনিয়োগে গতি আনতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’তে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস), প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল কারখানা স্থাপন, তথ্য সুরক্ষায় পাইলট প্রকল্প, এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (BSEZ) ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক (MoU) ও সহযোগিতা স্মারক (MoC) স্বাক্ষর হয়েছে।

জাপানের Official Security Assistance (OSA) কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনীকে দ্রুত পাঁচটি টহল নৌকা সরবরাহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এর পাশাপাশি রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়েও সম্মত হয় দুই দেশ।

ভাসানচর ও কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাপানের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বলেন, “জাপানের উদার মানবিক ভূমিকা আন্তর্জাতিক দায়বদ্ধতার একটি উৎকৃষ্ট উদাহরণ।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদ, এবং প্রেস সচিব শফিকুল আলম।

তথ্যসূত্র: বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা)


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন