শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

হান্নান মাসউদের ভুল স্বীকার, এনসিপির কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার

ধানমন্ডি থানায় আটক তিনজনকে মুচলেকায় ছাড়িয়ে আনার ঘটনায় নিজের ‘ভুল’ স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তিন কার্যদিবসের মধ্যে তিনি লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেন, যা এনসিপির রাজনৈতিক পর্ষদে উপস্থাপিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে হান্নান মাসউদ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে, আটক তিন ব্যক্তির কর্মকাণ্ডে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই—এমন প্রমাণ পাওয়া গেছে। এসব বিবেচনায় তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হয়েছে।”

প্রসঙ্গত, গত ২০ মে ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন কর্মীকে আটক করে পুলিশ। পরে আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার জেরে এনসিপির পক্ষ থেকে হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। দলের অভিযোগ ছিল, আটক ব্যক্তিদের মধ্যে একজন ছাত্র সংগঠনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি—যিনি আগেই নৈতিক স্খলনের অভিযোগে অব্যাহতি পেয়েছিলেন।

তবে এখন, দলীয় পর্যালোচনায় হান্নান মাসউদের দোষ স্বীকার, ব্যাখ্যা ও প্রমাণের ভিত্তিতে তাকে সংশ্লিষ্ট অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনসিপির পক্ষ থেকে এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে সবার জন্য সংগঠনগত শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন