শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে বাংলাদেশ পুলিশের টিআরসি পদে ২০ জনের চূড়ান্ত নিয়োগ ঘোষণা

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মুন্সীগঞ্জ জেলায় ফেব্রুয়ারি-২০২৫ নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কোটা অনুযায়ী মোট ২০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের ফুলেল অভিনন্দন জানান এবং সততা, পেশাদারিত্ব ও দেশসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মুন্সীগঞ্জ জেলার এই নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক স্ক্রিনিংয়ের পর ২৪১ জন প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৪৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩ জন প্রার্থীর মধ্যে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম এবং নরসিংদী জেলার রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক। ভবিষ্যতেও এই মান বজায় রাখা হবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন