শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সাম্য হত্যার বিচারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সাদা দলের হুঁশিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে

১৮ মে ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয়


ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন “সাদা দল”।

রোববার বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি এই ঘোষণা দেয়। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “সাম্য মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা একটি আইওয়াশ গ্রেপ্তার দেখেছি, যা মেনে নেওয়া যায় না। প্রকৃত খুনিকে খুঁজে বের করে বিচার না করা হলে আমরা কঠোর আন্দোলনে নামবো।”

তিনি আরও বলেন, “একটি মহল এই হত্যার মোতিভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। আমরা বলতে চাই, আগে বিচার—পরে আলোচনা। সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে, তা টার্গেটেড কিলিং ছাড়া কিছু নয়।”

মানববন্ধনে বক্তারা সরকারের ব্যর্থতা এবং নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। অধ্যাপক মোর্শেদ বলেন, “নয় মাস ধরে সংস্কারের কথা শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবে নিরাপত্তার কোনো অগ্রগতি নেই। জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকার ব্যর্থ হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।”

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “সাম্য শুধু একজন ছাত্র ছিল না, সে ছিল নতুন বাংলাদেশ নির্মাণের অংশ। একটি পরাজিত শক্তি তাকে হত্যা করে এই পরিবর্তনের পথে বাধা সৃষ্টি করতে চায়।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, “ঢাবির শিক্ষক হিসেবে লজ্জিত যখন দেখি আমার ছাত্রকে নিরাপত্তা দিতে পারি না। সাম্যের হত্যার বিচার এখান থেকেই শুরু হওয়া উচিত।”

বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন একটি ছাত্র সংগঠনের দখলে ছিল। এখন যখন নতুন পরিবেশ তৈরি হচ্ছে, তখন পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। তারা দ্রুত বিচার দাবি করেন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আইবিএ’র অধ্যাপক ড. মহিউদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম, শেখ মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আখতারুজ্জামান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আলী জিন্নাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ মে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। পাঁচ দিনেও তার হত্যার প্রকৃত রহস্য উদঘাটিত না হওয়ায় শিক্ষক সমাজে চরম অসন্তোষ বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন