শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

টি-টোয়েন্টিতে ইমনের ঝড়ো সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ১৯১

১৭ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচে দুর্দান্ত শুরু এনে দিলেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন তিনি।

নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সৌম্য সরকার ও শান্তদের মতো অভিজ্ঞদের বাইরে রেখে সুযোগ দেওয়া হয় নতুন মুখদের। ওপেনিংয়ে ইমনের ওপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট—যার প্রমাণ তিনি ব্যাটে রেখেছেন।

মাত্র ৫৩ বলে ১০০ রান করা ইমন এদিন গড়েছেন বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৫টি চার। যদিও সেঞ্চুরির ঠিক পরের বলেই তাকে ফিরতে হয় সাজঘরে।

বাংলাদেশ ইনিংসের শুরুতে ব্যাট হাতে ঝলক দেখিয়ে দ্রুত ফিরে যান তানজিদ হাসান তামিম। ৯ বলে করেন মাত্র ১০ রান। তিনে নামা অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি, ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফেরেন ১১ রানে।

পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৫৫। এরপর তাওহিদ হৃদয়, জাকের আলি, শেখ মেহেদি এবং শামিম পাটোয়ারীরাও ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে একপ্রান্তে টিকে থেকে ইমন একাই বাংলাদেশকে এনে দেন শক্তিশালী স্কোর।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৯১ রান।

ইমনের এই সেঞ্চুরি শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বাংলাদেশ দলের জন্যও এক নতুন অধ্যায়ের সূচনা—যেখানে তরুণরাই হয়ে উঠছেন ম্যাচের নায়ক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন