শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শেষ অফিস করলেন বিতর্কিত পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

ঢাকা, ১৭ মে ২০২৫:

মাত্র আট মাসের মাথায় শেষ অফিস করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতর্কিত সচিব মো. জসীম উদ্দিন। শনিবার ছিল তার দায়িত্ব পালন করার শেষ কর্মদিবস। সরকারের নীতিনির্ধারক মহলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, তাকে আর পররাষ্ট্র সচিব হিসেবে বহাল রাখা হচ্ছে না—এমনটি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একাধিক সূত্র।

সূত্র জানায়, ভবিষ্যতে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করতে পারলেও সচিবের চেয়ারে আর বসার সুযোগ থাকছে না। তার জায়গায় পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেতে পারেন বর্তমানে সচিব (পূর্ব) পদে দায়িত্ব পালনকারী ড. নজরুল ইসলাম।

গত কয়েক সপ্তাহ ধরে সচিব জসীম উদ্দিনকে সরানো নিয়ে জোর গুঞ্জন চলছিল। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিজে তার দপ্তরে ডেকে নিয়ে বিভিন্ন ‘অবসরের পন্থা’ দেখান বলে জানা গেছে। তিনটি বিকল্প প্রস্তাব ছিল আলোচনায়: (১) জসীম উদ্দিন নিজে থেকে ছুটিতে চলে যাবেন, (২) তাকে রাষ্ট্রদূত হিসেবে কোনো দেশে পাঠানো হবে, (৩) আপাতত ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে বদলি করা হবে।

তবে এফওসি বৈঠক ঘিরে সৃষ্ট সাম্প্রতিক অচলাবস্থা পরিস্থিতি আরও জটিল করে তোলে। টোকিওতে ১৫ মে অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) তার অংশগ্রহণ অনিশ্চিত হওয়ায় বৈঠকটি বাতিল হয়। এতে ঢাকা-টোকিও কূটনৈতিক সম্পর্কেও সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের হস্তক্ষেপে পূর্ব নির্ধারিত দিনেই ড. নজরুল ইসলামের নেতৃত্বে বৈঠকটি সম্পন্ন হয়।

স্মরণযোগ্য, ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দিন ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর চুপিসারে পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। কোনো প্রজ্ঞাপন ছাড়াই তার নাম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুক্ত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহলের প্রভাবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয় বলে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন রয়েছে।

এর আগে তিনি চীন, কাতার, গ্রিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে এথেন্স দূতাবাস ২০১৮ সালে ‘জনপ্রশাসন পুরস্কার’ও অর্জন করে।

তবে বিভিন্ন সময়ে তার আচরণ, সিদ্ধান্ত ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক থাকায় সরকারি-বেসরকারি মহলে অস্বস্তি বিরাজ করছিল। এখন কেবল আনুষ্ঠানিক বিদায়ের অপেক্ষা। পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন জাতিসংঘের এক সম্মেলনে অংশ নিতে বর্তমানে বার্লিনে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে আগামী সপ্তাহেই নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন