শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: টেকনাফে ৯.৫ লিটার বাংলা চোলাই মদসহ দুই পাচারকারী আটক

দেশের সীমান্তে মাদক চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে ৯.৫ লিটার বাংলা চোলাই মদসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে।

ঘটনাটি ঘটে সন্ধ্যা আনুমানিক ১৯৩০ ঘটিকায়, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ গুরুত্বপূর্ণ দমদমিয়া চেকপোস্টে। কর্তব্যরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা সার্ভিস’ যাত্রীবাহী বাসটি থামায়। তল্লাশির সময় বাসের ছাদে থাকা দুই যাত্রীর সন্দেহজনক আচরণে বিজিবি সদস্যরা সতর্ক হয় এবং তাদের মালামাল বিস্তারিতভাবে তল্লাশি করে।

তল্লাশিকালে এক যাত্রীর বহন করা কাঠের আলমারির ভিতর থেকে অত্যন্ত কৌশলে লুকানো চারটি কালো পলিথিন প্যাকেটে মোট ৯.৫ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়।

বিজিবি ঘটনাস্থলেই দুই পাচারকারীকে আটক করে, যাদের পরিচয় হলো—

১। মোঃ কায়েছ, পিতা মৃত ওলি আহম্মেদ, গ্রাম: নাইটং পাড়া, পোস্ট: থ্যাংখালী, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার।

২। মোঃ আব্দুল ফয়েজ, পিতা মৃত হাসেম, গ্রাম: নাইটং পাড়া, পোস্ট: টেকনাফ সদর, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, এবং তাদের জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে আমরা অভিযান আরও জোরদার করবো।”

তিনি আরও বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমাজকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে অবিচলভাবে কাজ করে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন