বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আনসার ও ভিডিপি সদস্যদের জন্য ল্যাবএইডের স্বাস্থ্যসেবা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত সাধারণ আনসার, ভিডিপি সদস্য এবং তাঁদের পরিবারবর্গ ল্যাবএইডের সারাদেশব্যাপী ৩২টি শাখায় অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা পাবেন। এর মধ্যে রয়েছে ডোপ টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকো, ইটিটি সহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষা সুবিধা। পাশাপাশি ভর্তি ও বহির্বিভাগীয় সেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে।

এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেন, “ল্যাবএইডের সাথে এ চুক্তি বাহিনীর চিকিৎসা কার্যক্রমের একটি মাইলফলক। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”

অন্যদিকে ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম জানান, “শিগগিরই সারাদেশে ল্যাবএইডের প্রতিটি শাখায় আনসার ও ভিডিপি সদস্যদের জন্য বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম চালু করা হবে।”

প্রসঙ্গত, আনসার ও ভিডিপি ইতোমধ্যেই ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’ অ্যাপের মাধ্যমে সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা চালু করেছে। নতুন এই সহযোগিতার ফলে চিকিৎসা আরও সহজলভ্য হবে এবং বাহিনীর সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন