বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

২০২৪ সালের অক্টোবরে ঢাকা ব্যাংকের এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ব্যাংকিং খাতে অভিজ্ঞতা থাকার পরও ঢাকা ব্যাংকে তাঁর মেয়াদ সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ হলো।

ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার পদত্যাগ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালনে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি। আগামী সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়ম-নীতি পরিপালনে ঘাটতি এবং ব্যবস্থাপনায় নানা চ্যালেঞ্জের কারণে মারুফের পদত্যাগপত্র জমা দেওয়ার পেছনে চাপও থাকতে পারে। অন্যদিকে ব্যাংকিং খাতের সংকট ও নীতি বাস্তবায়ন ইস্যুও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন