বুধবার, ৮ অক্টোবর ২০২৫

বেঙ্গল বিস্কুটস লিমিটেডের প্রতিবাদলিপি ও প্রান্তকালের বক্তব্য

গত ৯ জুলাই ২০২৫ তারিখে দৈনিক প্রান্তকালে “বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে শত কোটি টাকার ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগ, দুদকে আবেদন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতে বেঙ্গল বিস্কুটস লিমিটেডের পক্ষে সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মো. আব্দুস সালাম স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পত্রিকা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, সংবাদটি একটি উড়ো চিঠির ভিত্তিতে তৈরি এবং প্রতিবেদনে তাদের প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। প্রতিষ্ঠানটি সংবাদটিকে একতরফা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, সংবাদটি তাদের প্রতিষ্ঠানের এবং পরিচালকদের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

এ বিষয়ে দৈনিক প্রান্তকাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, উক্ত সংবাদটি দুদকে দাখিলকৃত লিখিত অভিযোগ এবং সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে প্রকাশ করা হয়েছে। সংবাদটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানমূলক প্রতিবেদন, যা দুদকের প্রাথমিক যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন এবং যথাযথ প্রক্রিয়া শেষে দায়িত্বশীল সংস্থা থেকে প্রাপ্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের ক্ষেত্রে দৈনিক প্রান্তকাল যথাযথ পেশাদার দায়িত্ব পালন করবে।

পত্রিকা কর্তৃপক্ষ স্পষ্ট করতে চায় যে, সংবাদটি কারো সম্মানহানি করার উদ্দেশ্যে নয় এবং যদি প্রতিবেদনের কোনো অংশে বেঙ্গল বিস্কুটস লিমিটেডের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অসুবিধা বা সম্মানহানি ঘটে থাকে, তবে দৈনিক প্রান্তকাল তার জন্য দুঃখ প্রকাশ করছে। এছাড়া, বেঙ্গল বিস্কুটস লিমিটেডের প্রেরিত প্রতিবাদলিপি যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হলো।

বেঙ্গল বিস্কুট লিমিটেড এর প্রতিবাদলিপি


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন