শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আওয়ামী লীগের নির্দোষ কর্মীরা চাইলে বিএনপির সদস্য হতে পারবেন: আমীর খসরু

আওয়ামী লীগের সরাসরি জুলুম-নির্যাতনে যুক্ত না থাকা কর্মীরা চাইলে বিএনপির সদস্য হতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, মামলা-মোকদ্দমায় হয়রানি করেনি, আমাদের র‍্যালি-মিছিলে বাধা দেয়নি, বরং নীরবে বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে—তারা বিএনপির সদস্য হতে চাইলে তা বিবেচনায় আনা যেতে পারে। তবে আওয়ামী লীগের চিহ্নিত দোসর, চাঁদাবাজ বা সমাজবিরোধীরা আমাদের দলে ঠাঁই পাবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বিএনপির সদস্য করার উদ্যোগ নিতে হবে। এ সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।”

দলের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গে আমীর খসরু বলেন, “বিগত ১৫ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। অনেকে পালিয়ে বেড়িয়েছেন, কারাগারে গেছেন। ফলে দলীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটেছে। এখন সেই সাংগঠনিক ঘাটতি কাটিয়ে উঠতে হবে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “ভবিষ্যতের রাজনৈতিক প্রতিযোগিতায় অনেকেই আসতে চাইবে, কিন্তু বিএনপির অভিজ্ঞতা, শক্তিশালী কাঠামো এবং সংগ্রামী ঐতিহ্যের সঙ্গে তারা পারবে না। কোনো ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে থামাতে পারবে না।”

চট্টগ্রাম বিভাগীয় নেতারা জানান, চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যন্ত দলকে সংগঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি মাঠের রাজনীতিতে আরও শক্ত অবস্থানে ফিরতে চায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন