শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ডিএসইর পরিস্থিতি পর্যালোচনায় রোববার যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

দেশের শেয়ারবাজারের চলমান অস্থিরতা এবং বাজার স্থিতিশীল করতে করণীয় বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রবিবার (১৮ মে) সরেজমিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাবেন।

ডিএসই সূত্রে জানা গেছে, ড. আনিসুজ্জামান রোববার ডিএসইর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং পরবর্তী পর্যায়ে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গেও মতবিনিময় করবেন। বৈঠকে শেয়ারবাজারে দীর্ঘদিনের পতনের কারণ বিশ্লেষণ, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাঠামোগত পুনর্গঠনসহ বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৬ মে ডিএসই সফরের পরিকল্পনা থাকলেও ব্যক্তিগত কারণে তা স্থগিত হয়। সেই সফরেরই পুনঃনির্ধারিত তারিখ হিসেবে ১৮ মে ডিএসইতে যাচ্ছেন তিনি।

সূত্র মতে, বাজার পরিস্থিতি নিয়ে প্রথমে ডিএসইর অভ্যন্তরীণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন ড. আনিসুজ্জামান। এরপর স্টেকহোল্ডারদের নিয়ে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তিনি ডিএসই কার্যালয় ঘুরে দেখবেন।

প্রসঙ্গত, রাশেদ মাকসুদের নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত হওয়ার পর থেকে দেশের প্রধান শেয়ারবাজার ক্রমাগত পতনের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে মূল্যসূচক গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে বাজারের বর্তমান সংকট নিরসনে এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজতেই ড. আনিসুজ্জামান চৌধুরীর এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন