শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

দুই দশক পর শনিবার শেয়ার বাজারে লেনদেন, সূচকের ঊর্ধ্বগতি

প্রায় দুই দশক পর প্রথম বারের মতো শনিবার লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ার বাজারে। ঐতিহাসিক এ দিনে শেয়ার বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

শনিবার (১৭ মে) সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হলে প্রাথমিক পর্যায়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১২টা ২৯ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১ পয়েন্ট।

এই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২২২ কোটি ৩০ লাখ টাকার বেশি। মোট ২২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৯৯টির দাম কমেছে এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সিএসইতেও একই প্রবণতা দেখা গেছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার ফলে সিএসইর সূচকও ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, তবে উভয় বাজারেই লেনদেনের গতি তুলনামূলকভাবে ধীর।

এ প্রসঙ্গে বাজার সংশ্লিষ্টরা জানান, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় ২০০৫ সাল থেকে দুইদিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকত। তবে এবার ঈদুল আযহা উপলক্ষে ১০ দিনের টানা ছুটি ঘোষণা করায় সরকার ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী, আজ (শনিবার) শেয়ারবাজারে লেনদেন চালু করা হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর শনিবার লেনদেন হওয়াকে বাজারের জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তারা এটাও বলছেন, সাপ্তাহিক ছুটির পরিবর্তনে দীর্ঘমেয়াদে বাজারে ধারাবাহিকতা এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণে প্রভাব পড়তে পারে।

প্রথম ঘণ্টার লেনদেনে বাজার কিছুটা চাপের মুখে পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের গতিবিধি স্থিতিশীল হতে শুরু করে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এমন দিনে বাজারে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও সামগ্রিকভাবে এটি একটি ইতিবাচক সূচনা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন