শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়িতে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের টীম সহ অদ্য ইং-১১/০৫/২০২৫খ্রিঃ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীছড়ি থানাধীন ০৭নং ওয়ার্ড, ০২নং দুল্যাতলী ইউপিস্থ কৈলাশ মহাজন পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে ০১ (এক) টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০৩ (তিন) রাউন্ড গুলি সহ আসামী জীবন চাকমা @ কিনাধন চাকমা (২৮), পিতা-মৃত শান্তি চাকমা, মাতা-মৃত চিকন মিলা চাকমা, সাং-কৈলাশ মহাজন পাড়া, ০৭নং ওয়ার্ড, ০২নং দুল্যাতলী ইউপি, থানা-লক্ষীছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন