শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ প্রস্তুত। যাদের বাড়তি নিরাপত্তার প্রয়োজন, তাঁদের ক্ষেত্রেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।”

তিনি জানান, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ব্যবস্থার সার্বিক পরিকল্পনা আলোচনা হয়েছে। ভোটকেন্দ্রে বডিওর্ন ক্যামেরার ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ নিয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়।

সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারি

সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় যাতে কেউ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, এটি অত্যন্ত বৃহৎ আকারের নথি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বসহকারে পরীক্ষা–নিরীক্ষা করছে। কমিটির সুপারিশসমূহ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি।

ফোনে আড়িপাতা প্রসঙ্গ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শুধুমাত্র অনুমোদিত সংস্থাগুলোই আইনগতভাবে যোগাযোগ নজরদারি করতে পারে। অনুমোদনবিহীন কোনো সংস্থার আড়ি পাতার সুযোগ নেই।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।

বৈঠকে মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত ব্যবস্থাপনা, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি, লুট হওয়া অস্ত্র উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন