শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তার নিয়োগ আদেশ জারি করা হয়।

গত ২৬ নভেম্বর প্রথম ধাপে ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন নিয়োগসহ মোট ২৪৩টি উপজেলায় নির্বাহী কর্মকর্তার পরিবর্তন হলো।

সোমবারের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগের ১৮, রাজশাহী বিভাগের ১৪, খুলনা বিভাগের ১২, রংপুর বিভাগের ১১, চট্টগ্রাম বিভাগের ৭, সিলেট বিভাগের ৮, বরিশাল বিভাগের ৪ এবং ময়মনসিংহ বিভাগের ৩ উপজেলায় নতুন ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নথিতে বলা হয়েছে, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ৪ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ বদলি কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে ওই দিন বিকেলেই তাঁদের বর্তমান কর্মস্থল থেকে ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনকে পুনর্গঠনের অংশ হিসেবে নতুন ইউএনও নিয়োগ দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন