শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

দেশে ‘উৎকণ্ঠা–উত্তেজনাকর’ পরিস্থিতি বিরাজ করছে: জামায়াতের এটিএম মাসুম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, দেশে বর্তমানে উৎকণ্ঠা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জনগণের ভোটাধিকার নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, “বাঘের হাত থেকে বাঁচার মতো শক্তি ও প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হবে।”

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়া ফানটাউনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এটিএম মাসুম বলেন, তিনশ আসনেই জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। তবে কিছু ইসলামী দলের সঙ্গে সমঝোতা হলে প্রয়োজন অনুযায়ী কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, “যে আসনই ছেড়ে দিই না কেন, লক্ষ্য একই—সেগুলোতেও সর্বশক্তি দিয়ে বিজয় নিশ্চিত করা।”

৫ আগস্টের পর একটি দলের “চরিত্র পরিষ্কার হয়ে গেছে” উল্লেখ করে তিনি দাবি করেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে “মেধাবী তরুণরা ছাত্রশিবিরকে বিজয়ী করে জাতিকে জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচন কার পক্ষে যাবে।”

সংস্কার প্রশ্নে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম সবাই সংস্কার চায়। পরে দেখা গেল একটি দল প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সংস্কারের বিপক্ষে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তারা সংস্কারে স্বাক্ষর করেছে এবং মেনে নিতে হয়েছে।”

এটিএম মাসুম বলেন, ওই দল এখন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের কথা বলছে, যা “ভোটারদের বিভ্রান্ত করবে” বলে তিনি মনে করেন। তাঁর দাবি, জুলাই সনদ কার্যকর হলে “সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির আব্দুস সাত্তার।

এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মোসলেহ উদ্দিন এবং এ কে এম এমদাদুল হক মামুন।

সম্মেলন পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন