শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ঢাকা বোর্ডে এইচএসসি খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী, আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় এই ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৮৯ হাজার ৬৭১ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে এবং ২ হাজার ৩৭৩ জনের গ্রেডে পরিবর্তন এসেছে।

বোর্ড কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে খাতা পুনর্মূল্যায়ন করা হয় না; বরং যোগ-বিয়োগ, মার্কস এন্ট্রি ও স্ক্যানিং–সংক্রান্ত সম্ভবত ভুলত্রুটি খতিয়ে দেখা হয়। এসব কারণে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে থাকে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আবারও নিশ্চিত করেছেন, ফল পুনর্নিরীক্ষণে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা অনুসরণ করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন