শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বাইউস্টে অনুষ্ঠিত হলো “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫”

১৪ নভেম্বর ২০২৫, কুমিল্লা:

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫ (CE Fest 2025)”。 সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই উৎসবে তিনটি বিশ্ববিদ্যালয়ের মোট ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাইউস্টের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করে “ট্রাস ব্রিজ প্রতিযোগিতা”-এ। বাস্তবভিত্তিক প্রকৌশল চর্চা, নকশা দক্ষতা বৃদ্ধি ও দলগত কাজের সক্ষমতা জোরদার করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ। আয়োজনের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

অতিথিরা শিক্ষার্থীদের প্রকৌশল শিক্ষা, বাস্তবমুখী প্রতিযোগিতা এবং গবেষণা–উদ্ভাবনে উৎসাহিত করার জন্য এমন আয়োজন অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন