শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আ. লীগের নাশকতা ঠেকাতে সায়েন্সল্যাবে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানী ঢাকায় নাশকতা পরিস্থিতি বিবেচনায় সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অগ্নিসংযোগ–বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ, মাঠে ছাত্রশিবির

সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং বিচ্ছিন্ন সহিংসতার ঘটনার পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি চাপে রয়েছে। এমন অবস্থায় সায়েন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রশিবির নেতাকর্মীরা দাবি করেন, আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা প্রতিরোধ করতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাম্প্রতিক সময়ে যেসব হামলা, অগ্নিসংযোগ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটছে—তা জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছে। এসব নাশকতামূলক তৎপরতা রুখতে ইসলামী ছাত্রশিবির রাজধানীসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করছে।

“আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে মাঠে”—ঢাকা কলেজ শাখার সেক্রেটারি

ঢাকা কলেজ শাখার সেক্রেটারি আব্দুর রহমান আফনান বলেন,

“নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ঢাকা কলেজ শাখাও সায়েন্সল্যাবে অবস্থান নিয়েছে। আমাদের লক্ষ্য—নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন,

“বিগত ১৭ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুম–খুনের রাজত্ব কায়েম করেছিল। ২৪ জুলাই ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সেই ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। এই দেশে আওয়ামী লীগের সহিংস রাজনীতির আর স্থান নেই—ছাত্রশিবিরের কর্মীদের রক্তবিন্দু থাকতেও আমরা তা হতে দেব না।”

রায়ের দিনকে কেন্দ্র করে সতর্ক রাজধানী

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করে যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর। ঘোষণার পর থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রায়ের দিন ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন