শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিকসহ ৪ জন আহত

রাজধানীর রামপুরা ও জুরাইনে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিকসহ চারজন আহত হয়েছেন। আহতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও একটি অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে রামপুরার জামতলা কমিশনার গলিতে প্রথম ঘটনা ঘটে। আহতরা হলেন — আমিনুল ইসলাম (২৮), রাজন (২২) ও আশরাফুল ইসলাম (৩০)। তারা সবাই সেনেটারি মিস্ত্রি হিসেবে কাজ করেন। আর সকাল সাড়ে ৭টার দিকে জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন পোশাক শ্রমিক জান্নাত আক্তার (১৮)।

রামপুরায় তিন মিস্ত্রিকে ছুরিকাঘাত

আহত আমিনুলের ভাই মো. রিফাত জানান, সকালে তারা চারজন মিলে হোটেলে নাস্তা করতে যাচ্ছিলেন। পথে ৭–৮ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তাদের অটোরিকশা থামায়। এরপর হামলা চালিয়ে তিনজনের শরীরে ছুরিকাঘাত করে।

তিনি আরও বলেন, “আমাদের কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও রিকশা নিয়ে পালিয়ে যায় তারা। আমি ও রিকশাচালক দৌড়ে বাঁচতে সক্ষম হই।” পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জুরাইনে নারী পোশাক শ্রমিক আহত

অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে জুরাইন আলম মার্কেট এলাকার কাছে আরেকটি ঘটনায় পোশাক শ্রমিক জান্নাত আক্তার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন।

জান্নাত জানান, “সকালে কাজে যাওয়ার সময় এক যুবক পথরোধ করে টাকা ও ফোন দিতে বলে। রাজি না হওয়ায় সে আমার গলা ও পেটে ছুরি মারে। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে ছিনতাইকারীকে ধরে ফেলে।”

স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং ধৃত ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

চিকিৎসাধীন অবস্থায় আহতরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত চারজন বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত হলেও শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, “দুইটি ঘটনাই তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন