শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউতে সংঘর্ষ: ‘জুলাই যোদ্ধা’ বিক্ষোভে চারটি মামলা, একজন গ্রেপ্তার

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলা রেকর্ড করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তিনি জানান, চারটি মামলার মধ্যে একটি দায়ের করেছেন ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট, বাকিগুলো করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার চেষ্টা করে। ৮০০ থেকে ৯০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার মধ্যে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংঘর্ষের পটভূমি

শুক্রবার দুপুরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে শতাধিক বিক্ষোভকারী মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি ছিল, জুলাই জাতীয় সনদে আরও তিনটি প্রস্তাব যুক্ত করতে হবে—জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, আহতদের পুনর্বাসন ও দায়মুক্তির নিশ্চয়তা।

দুপুর দেড়টার দিকে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা গেটের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ-বিক্ষোভকারীর মুখোমুখি সংঘর্ষ

সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের একটি অংশ বোতল ও চেয়ার নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে রাস্তায় টায়ার ও প্লাস্টিকে আগুন ধরানো হয় এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশের বক্তব্য

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বনিম্ন মাত্রার বল প্রয়োগ করা হয়েছে। “বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে এবং সরকারি সম্পত্তি নষ্ট করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়,” বলেন পরিদর্শক মেহেদী হাসান।

পটভূমি: জুলাই সনদ স্বাক্ষর ও উত্তেজনা

উল্লেখ্য, গতকালই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানের আগে থেকেই ‘জুলাই যোদ্ধারা’ সংসদের আশপাশে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর ওই এলাকায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন