শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি: প্রাইভেটকারসহ ৯ ডাকাত গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশ ভুয়া র‍্যাব পরিচয়ে সংঘটিত ২৫ লাখ টাকার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৯ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাইভেটকার, র‍্যাবের পোশাক, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভার মডেল থানার ভাঙা ব্রিজের আগে তুরাগ নদীর পাড়ে ময়লার স্তুপের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুয়া র‍্যাব পরিচয়ে একদল ডাকাত একটি গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা লুট করে। এ ঘটনায় সাভার মডেল থানায় ২৬ সেপ্টেম্বর ডাকাতি মামলা রুজু করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে তদন্ত শুরু করে। পরবর্তীতে ১২ অক্টোবর সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি সাদা রঙের নোয়া গাড়ি, খেলনা পিস্তল, র‍্যাবের তিনটি কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ইলেকট্রিক শক মেশিন, সেনাবাহিনীর লোগোযুক্ত নোটবুক, বিভিন্ন মোবাইল সিম ও অন্যান্য সরঞ্জাম।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের আরও কয়েকজন সদস্য রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থান করছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম মো. শাহাদাত ও মো. ফরহাদ হোসেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ নানা অপরাধে জড়িত ছিল। তারা মাইক্রোবাস বা প্রাইভেটকার ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় এসব অপরাধ চালাত। এ মামলার লুণ্ঠিত অর্থের মধ্যে ইতোমধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের অপরাধের ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, তাদের মধ্যে অনেকে একাধিক মামলার আসামি। শহিদুল ইসলামের বিরুদ্ধে ৪টি, সুমন মিয়ার ৬টি, ইদ্রিসের ৬টি, উজ্জলের ৩টি, মিন্টুর ৫টি, সবুজের ৪টি এবং শাহাদাত ও ফরহাদের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের সাভার মডেল থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন