শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শাপলা প্রতীক ও ভোটার অন্তর্ভুক্তি নিয়ে ইসিতে এনসিপির দাবি

শাপলা প্রতীক বরাদ্দ ও নতুন ভোটার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে কমিশনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন এনসিপির তিন নেতা।

বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন,

“শাপলা প্রতীক ইসির ঘোষিত তফসিলে নেই, তাই আপাতত বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে কমিশন বিকল্প প্রতীক নিয়ে সভায় সিদ্ধান্ত নেবে।”

প্রবাসী ভোটারদের অ্যাপ চালুতে বিলম্ব

এনসিপির নেতা জহিরুল ইসলাম মুসা জানান, প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ চালুতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন,

“বিদেশে থাকা ভোটাররা অংশগ্রহণের জন্য অপেক্ষা করছেন। ইসি জানিয়েছে, অক্টোবরের মধ্যেই অ্যাপটি চালু করা হবে।”

নবীন ভোটার অন্তর্ভুক্তির দাবি

এনসিপির সদস্য খালেদ সাইফুল্লাহ বলেন, বর্তমানে নিয়ম অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। তবে এনসিপি চায়, নির্বাচনের দিন পর্যন্ত যারা ১৮ বছরে পৌঁছাবেন, তারাও যেন ভোট দিতে পারেন।

তিনি বলেন,

“এটি তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক হবে।”

নতুন দলের নিবন্ধন নিয়ে আপত্তি

বৈঠকে এনসিপি “জাতীয় লীগ” নামের একটি নতুন দলের নিবন্ধন নিয়েও আপত্তি তোলে। এনসিপির অভিযোগ, জাতীয় লীগের কোনো কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র বা মাঠপর্যায়ের কার্যক্রম নেই।

জহিরুল ইসলাম মুসা বলেন,

“এমন নিষ্ক্রিয় একটি দলের নিবন্ধন কেন দেওয়া হচ্ছে, তা প্রশ্নবিদ্ধ। কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

ইসির অবস্থান

ইসি সচিব আখতার আহমেদ জানান,

“নতুন দলগুলোর নিবন্ধন যাচাই-বাছাই চলছে। প্রতীক ও নিবন্ধন–সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশে আরও কিছুটা সময় লাগবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন