রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হচ্ছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। তার নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। চোখের ভেতর যে রক্ত জমাট বেঁধেছে, তা ঠিক হতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে।”

হাসপাতাল পরিচালক জানান, নুরকে ইতোমধ্যেই সাধারণ খাবার খেতে বলা হয়েছে। তবে তিনি খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন, যা ধীরে ধীরে কমে যাবে। আঘাতের কারণে নাক থেকে হওয়া রক্তক্ষরণের একটি অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুইবার সেই রক্ত বের হয়েছে। তবে এতে উদ্বেগের কোনো কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পরিচালক আরও বলেন, “মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আজই তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার সিদ্ধান্ত নিয়েছেন।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন