রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

শারীরিকভাবে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর চিকিৎসকরা তাঁকে বাসায় ফেরার অনুমতি দেন।

গুলশানের ফিরোজায় ফেরার পর খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে উনার অবস্থা স্থিতিশীল।”

চিকিৎসকরা খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন