রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে, যাতে ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো বিঘ্ন সৃষ্টি না হয়।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ একাধিক আবেদন আপিল বিভাগে রিভিউর জন্য দাখিল করা হয়।

এ সময় আদালত থেকে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, রায়ের পরবর্তী কার্যকারিতা নিয়ে নতুন করে আপিল বিভাগ পর্যবেক্ষণ দিতে পারে। সকালে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানিতে বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপিত হলে, প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে তার উত্তর দেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন