রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখ থেকে রাজনীতিতে প্রবেশ করেছেন: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “বেগম খালেদা জিয়া কখনোই পেছনের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেননি। তিনি বিরোধীদলের নেতৃত্বে থেকে রাজপথে সংগ্রাম করেছেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।”

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘প্রকাশনা উৎসব—তারেক রহমানের রাজনীতি: গণঅভ্যুত্থানের সাবলিমিটি’ শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, “বাংলাদেশ অর্জনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা দেখছি, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মুক্তিযুদ্ধের পর যারা একদলীয় শাসন কায়েম করেছিল, তারাই প্রকৃত আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আওয়ামী লীগসহ কিছু রাজনৈতিক দল বিএনপিকে সমালোচনা করে বলেছিল, বিএনপির জন্ম নাকি ক্যান্টনমেন্টে। আমি প্রশ্ন করি, আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছিল? যদি না হয়, তবে কেন তারা গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল? আর বিএনপি যদি তর্কের খাতিরে ক্যান্টনমেন্টে জন্মেও থাকে, তারা কিন্তু জনগণকে একদলীয় শাসন থেকে মুক্তি দিয়ে গণতন্ত্র উপহার দিয়েছিল।”

খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “৭৫ পরবর্তী সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অনুসারীরা বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসেন। তিনি আট বছর ধরে আন্দোলন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সেই খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেছেন জনগণের সম্মুখ দরজা দিয়ে, কোনো পেছনের দরজা দিয়ে নয়।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মঈন খান বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা রেখেছিল—তাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল গণতন্ত্রকে সুসংহত করার জন্য। কিন্তু আজ কোটি কোটি মানুষ কেন হতাশ? কেন তারা প্রশ্ন করছে, এই সরকার গণতন্ত্রের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে?”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন